চবিতে ৫ম জাতীয় আইন অলিম্পিয়াড ১১ জুলাই থেকে

আজাদী প্রতিবেদন | বুধবার , ৯ জুলাই, ২০২৫ at ৭:৪৭ পূর্বাহ্ণ

পরিবেশ আইন ও জলবায়ু ন্যায়বিচার’ প্রতিপাদ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজের (এসসিএলএস) উদ্যোগে পঞ্চমবারের মতো জাতীয় আইন অলিম্পিয়াড২০২৫ আগামী ১১ ও ১২ জুলাই অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. তাফহীমুল ইসলাম এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সেক্রেটারি নূর হোসেন বৈশাখ, নির্বাহী সদস্য সৌরভ চৌধুরী ও নির্বাহী সদস্য ইস্মিতা আজিম। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের সবচেয়ে বড় আইনভিত্তিক প্রতিযোগিতায় ৩০টির বেশি বিশ্ববিদ্যালয় থেকে ৪০টি টিম অংশগ্রহণ করবে। প্রতিযোগিতা ৫টি ধাপে অনুষ্ঠিত হবে। ধাপগুলো হলো পিক্টোরিয়াল প্লি রাউন্ড, রেবেলিয়াস স্পিরিট রাউন্ড, ক্রিটিক্যাল আই রাউন্ড, রিফর্ম অ্যাসেম্বলি রাউন্ড ও সিম্পোজিয়াম রাউন্ড। প্রতিটি রাউন্ডে অংশগ্রহণকারীরা পরিবেশ ও ন্যায়বিচার বিষয়ক আইনি বিশ্লেষণ, যুক্তি ও বিতর্কের মাধ্যমে নিজেদের দক্ষতা প্রদর্শন করবেন। এবারের এসসিএলএস ল’ অলিম্পিয়াডের প্রধান লক্ষ্য তরুণ আইন শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ আইন ও জলবায়ু ন্যায়বিচার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। একইসঙ্গে আইনি বিশ্লেষণ, সমালোচনামূলক চিন্তা এবং যুক্তিনির্ভর বিতর্কে দক্ষতা বৃদ্ধি করা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। সম্মানিত অতিথি থাকবেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মো. আহসানুল করিম। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন হাই কোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন। জানা গেছে, এসসিএলএস শিক্ষার্থীদের পরিচালিত স্বতন্ত্র সংগঠন। ২০১৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এটি প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি নিয়মিত কর্মশালা, সেমিনার, জার্নাল প্রকাশনা, মট কোর্ট কম্পিটিশন, আইন অলিম্পিয়াড ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।

পূর্ববর্তী নিবন্ধইনার হুইল ক্লাব অব গ্রীণ হিলস্‌ চট্টগ্রামের কার্যকরী কমিটি গঠন
পরবর্তী নিবন্ধশাহাদাতে কারবালা হচ্ছে সত্য ও মিথ্যার প্রভেদকারী