চবিতে ৩ প্রতিবন্ধী শিক্ষার্থীর ভর্তিতে জটিলতা, মানববন্ধন

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ মে, ২০২২ at ৬:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষায় ৩ শিক্ষার্থীকে দৃষ্টিপ্রতিবন্ধী হিসেবে স্বীকৃতি না দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এসময় মানববন্ধন থেকে ৩ জনের ভর্তির ব্যাপারে প্রশাসনকে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য লিখিত একটি অভিযোগ দেন শিক্ষার্থীরা। এসময় প্রতিবন্ধী শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনের দাবিও জানানো হয়। গতকাল বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীদের হাতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দাওয়া সংশ্লিষ্ট পোস্টার দেখা যায়।

জানা যায়, সম্প্রতি ২০-২১ সেশনের ভর্তি পরীক্ষায় মো. সোহেল রানা, উৎস সিদ্দিকী এবং মো. কাজিম উদ্দীন জন্মগত দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার কর্তৃক ‘অপ্রতিবন্ধী ব্যক্তি’ স্বীকৃতি দেওয়া হয়। যার ফলশ্রুতিতে তারা যোগ্যতা সম্পন্ন হওয়া সত্ত্বেও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নির্ধারিত কোটায় ভর্তি হতে পারেনি।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলেও বিষয়টি দেখবে বলেও সুনির্দিষ্ট কোন পদক্ষেপ নেয়নি। ভোক্তভুগী শিক্ষার্থী সাহেল রানা বলেন, আমি জন্ম থেকেই চোখে দেখতে পাই না। দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার সরকারি সনদও আমার কাছে রয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিম আমাকে দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে স্বীকৃতি দেয়নি। তাদের মেডিকেল ক্রুটির জন্য আমি প্রতিবন্ধী কোটায় ভর্তি হতে পারছি না।

পূর্ববর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে ১৩ দেশীয় আগ্নেয়াস্ত্র ও মদ উদ্ধার
পরবর্তী নিবন্ধইউজিসির ইনক্রিমেন্ট স্থগিতে ক্ষুব্ধ চবি শিক্ষক সমিতি