চবিতে ১২ ফুট লম্বা অজগর

চবি প্রতিনিধি | বুধবার , ২৯ ডিসেম্বর, ২০২১ at ৫:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রায় ১২ ফুট লম্বা ও ১৮ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর দুইটার দিকে সমাজবিজ্ঞান অনুষদের সোশ্যাল সায়েন্স রিসার্চ সেন্টারের জানালার গ্রিল থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের অদূরে গভীর জঙ্গলে সাপটি ছেড়ে দেয়া হয়।
সাপ উদ্ধারকারী ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. ইসলাম বলেন, খবর পেয়ে আমরা সাপটি উদ্ধার করেছি। এটি বার্মিজ পাইথন। বৈজ্ঞানিক নাম চুঃযড়হ ইরারঃঃধঃঁং।
তিনি বলেন, সাপটি রোদ পোহাতে কিংবা খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসতে পারে বলে ধারণা করছি। পরে জীববিজ্ঞান অনুষদের পাশে গভীর জঙ্গলে সাপটি ছেড়ে দেয়া হয়।
গত দুইমাসে ক্যাম্পাসে সাপের উপদ্রব বেড়েছে। আবাসিক হলের কক্ষে, দরজার সামনে, রাস্তা-ঘাটে দেখা মিলছে সাপের।বিশেষজ্ঞদের মতে, চবি ক্যাম্পাস সাপের জন্য অভয়ারণ্য।
অনেকদিন পর ক্লাস-পরীক্ষা স্বাভাবিক হওয়ায় শিক্ষার্থীদের চলাফেরা বেড়েছে। তাই সাপের দেখা বেশি মিলছে। দীর্ঘদিন হল ও অনুষদের রুমগুলো অব্যবহৃত থাকাও একটা কারণ।

পূর্ববর্তী নিবন্ধআধঘন্টা পর কয়েকজন পরীক্ষায় বসার অভিযোগ
পরবর্তী নিবন্ধআধুনিক প্রযুক্তির ৫৮০টি মিটারগেজ ওয়াগন আসছে চীন থেকে