চবিতে স্টেশনতলার আয়োজনে ৭ দিনের বইমেলা শুরু

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:২৩ পূর্বাহ্ণ

ফেব্রুয়ারি মাস উপলক্ষে চবিতে ৭ দিনের বইমেলার আয়োজন করেছে স্টেশনতলা। গতকাল বুধবার শুরু হওয়া বইমেলা চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। বইমেলার পাশাপাশি স্টেশনতলায় আগামী সাতদিন চলবে ফটোগ্রাফি অ্যাক্সিবিশন।

বইমেলায় অংশ নেওয়া প্রকাশনীগুলোর মধ্যে রয়েছে অক্ষরবৃত্ত, বীকন পাবলিকেশন্স, বাতিঘর, নন্দন বইঘর, দাঁড়িকমা, শৈলী ও চন্দ্রবিন্দু প্রকাশনী। এছাড়া মিডিয়া সহযোগী হিসেবে থাকছে চবি সাংবাদিক সমিতি।

পাঁচ বন্ধুর উদ্যোগে ২০২২ সালের ১৬ ডিসেম্বর যাত্রা শুরু হয় স্টেশনতলার। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষার্থী কাজী মাহমুদ হাসান অয়ন, দর্শন বিভাগের আবু বকর চৌধুরী, বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের সাজ্জাদ আনাম পিনন, ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের শোয়েবুল হাসান মাসুদ এবং ফিনান্স বিভাগের চৌধুরী সাজিদ মোস্তফা আশফির উদ্যোগে শুরু হওয়া স্টেশনতলা ইতিমধ্যে সাড়া জাগিয়েছে চবি শিক্ষার্থীদের মাঝে। উদ্যোক্তাদের একজন আবু বকর চৌধুরী বলেন, স্টেশনতলার উদ্যোগে বইমেলার আয়োজন করেছি আমরা। প্রতিটি দিবসেই আমরা কোনো না কোনো ইভেন্ট রাখতে চাই। স্টেশনতলাকে শিক্ষার্থীদের কাছে আরও উপভোগ্য করে তুলবো।

পূর্ববর্তী নিবন্ধউদ্দীপ্ত তরুণ সংঘের ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধআইইবি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নির্বাচন