চবিতে সাংবাদিককে নির্যাতনের ঘটনায় মামলা করবে প্রশাসন

তিন সদস্যের তদন্ত কমিটি

চবি প্রতিনিধি | বুধবার , ২১ জুন, ২০২৩ at ৪:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্বিবদ্যালয় (চবি) সাংবাদিক সমিতির সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী দৌস্ত মোহাম্মদকে ছাত্রলীগের বর্বরোচিত নির্যাতনের ঘটনায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে চবি সাংবাদিক সমিতি। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রক্টরকে লিখিত অভিযোগ ও উপাচার্যকে স্মারকলিপি প্রদান করা হয়। অপরদিকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিতে আহ্বায়ক হিসেবে আলাওল হলের প্রভোস্ট প্রফেসর ফরিদুল আলম, সদস্য সচিব ড. মোরশেদুল আলম ও সদস্য হিসেবে শাহ নেওয়াজের নাম ঘোষণা করা হয়।

উপাচার্য ড. শিরীণ আখতার বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় থেকে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বা নিরাপত্তা দপ্তরের প্রধান বাদী হয়ে মামলা দায়ের করবেন। এর আগে দুপুর ১টায় এ হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। এসময় সাংবাদিক নেতৃবৃন্দ ২৪ ঘণ্টার মধ্যে এই ঘটনার বিচার নিশ্চিতের দাবি জানান।

এর আগেরদিন সোমবার রাতে চায়ের দোকানে চেয়ারে বসাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ভুক্তভোগী ওই সাংবাদিকের মুখে গরম চা ঢেলে দেন ছাত্রলীগের আইন সম্পাদক খালেদ মাসুদ। এসময় সাংবাদিক পরিচয় দিলে উল্টো বেধড়ক পেটে লাথি মারতে থাকেন ঘটনাস্থলে উপস্থিত খালেদ মাসুদ, শাখা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক ও সমাজতত্ত্ব বিভাগের ২০১৮১৯ সেশনের শিক্ষার্থী আরাফাত রায়হানসহ ১০১২ জন ছাত্রলীগ কর্মী।

পূর্ববর্তী নিবন্ধএনআইডি সার্ভার জটিলতা মোবাইল ফোন, পাসপোর্টসহ বিভিন্ন সেবায় বিঘ্ন
পরবর্তী নিবন্ধসামপ্রদায়িক রাজনীতির পৃষ্ঠপোষকদের শিকড় উপড়ে ফেলতে হবে : নওফেল