চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষের চট্টগ্রাম বিভাগের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
গতকাল শনিবার ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হয়। এতে অংশ নিয়েছেন ৬ হাজার ৮৬৯ জন পরীক্ষার্থী। চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে ভর্তি পরীক্ষার হল পরিদর্শন করেন। এ সময় উপাচার্য বলেন, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে ঢাবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চট্টগ্রাম অঞ্চলের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সুসম্পন্ন হয়েছে। তিনি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এছাড়া আগামী ২৭ অক্টোবর হতে অনুষ্ঠিতব্য চবির ভর্তি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। প্রসঙ্গত, প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় শহরগুলোতে। এ কারণে চট্টগ্রাম বিভাগের ভর্তিচ্ছুদের পরীক্ষার কেন্দ্র পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। পাঁচটি ইউনিটের অধীনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেন প্রায় ২৮ হাজার শিক্ষার্থী। গত ১ অক্টোবর ‘ক’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় ঢাবির ভর্তি পরীক্ষা। ২ অক্টোবর ‘খ’ ইউনিট, ৯ অক্টোবর ‘চ’ ইউনিট, ২২ অক্টোবর ‘গ’ ইউনিট এবং গতকাল ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো।












