চবিতে শুরু হতে যাচ্ছে তরুণ লেখক সম্মেলন

চবি প্রতিনিধি

| শুক্রবার , ২৮ জুন, ২০২৪ at ৫:৪৬ পূর্বাহ্ণ

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকদের নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় তরুণ লেখক সম্মেলন’। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম চবি শাখার উদ্যোগে দুইদিন ব্যাপী এই সম্মেলন শুরু হবে আগামী সোমবার। গতকাল বৃহস্পতিবার চবি সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তরুণ কলাম লেখক ফোরাম চবি শাখার সাধারণ সম্পাদক গিরেন্দ্র চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন। এসময় তরুণ লেখক ফোরাম চবি শাখার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

লেখার মেলবন্ধনে, একত্রিত হও লেখক বন্ধু’ স্লোগানে আগামী ১ জুলাই ও ১০ জুলাই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে আয়োজিত হবে এ সম্মেলন। তরুণ ও মেধাবী লেখকদের একত্রিত করার লক্ষ্যে আয়োজিত এ সম্মেলনের প্রথম দিনে প্রধান অতিথি থাকবেন জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। প্রধান আলোচক থাকবেন লেখক ও সাংবাদিক আনিসুল হক। প্যানেল আলোচক থাকবেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, চবি বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক রাশেদ রউফ এবং সাংবাদিক আলিউর রহমান। সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথি থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের।

পূর্ববর্তী নিবন্ধমদ পান করায় তিনজনের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধভাল রেজাল্ট করে স্মার্ট নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে