চবিতে শুরু হচ্ছে ন্যাশনাল বিজনেস কেস কম্পিটিশন

| রবিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং কমিউনিকেশন আয়োজন করছে ন্যাশনাল বিজনেস কেস কম্পিটিশনস-‘বিজস্টার সিজন৪’। এন মোহাম্মাদ গ্রুপের উপস্থাপনা ও ডিডিএনের পরিচালনায় এই আয়োজনের সহ স্পন্সর হিসেবে থাকছে সেভেন রিংস সিমেন্ট। প্রতিযোগিতাটির প্রচারণায় মিডিয়া পার্টনার থাকবে দৈনিক আজাদী। এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ব্যবসায়িক দক্ষতা বিকাশ, নতুন উদ্যোক্তা সৃষ্টির অনুপ্রেরণা এবং দেশে একটি টেকসই উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তোলা। এতে আগ্রহী প্রতিযোগিদের ৫১০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের শেষ সময় শেষ হবে আগামী ৩ ফেব্রুয়ারি।

আয়োজকরা জানান, তিনটি ধাপে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। প্রাথমিক রাউন্ড প্রববলেম সলভিংয়ে প্রতিযোগীদের একটি ব্যবসায়িক সমস্যা দেওয়া হবে, যা নির্দিষ্ট সময়ের মধ্যে বিশ্লেষণ করে সমাধান জমা দিতে হবে।

দ্বিতীয় রাউন্ড অনলাইন ভিডিও কমার্শিয়ালে প্রাথমিক রাউন্ডের নির্বাচিত দলগুলোকে একটি মার্কেটিং প্ল্যান ও ভিডিও কনটেন্ট তৈরি করে জমা দিতে হবে। এখানে সৃজনশীলতা ও কৌশলগত দক্ষতা প্রদর্শনের সুযোগ থাকবে এবং সর্বশেষ গ্র্যান্ড ফিনালে সেরা দলগুলো তাদের ব্যবসায়িক কেসের সমাধান বিচারকদের সামনে উপস্থাপন করবে।

প্রতিযোগীদের জন্য থাকছে দুটি অনলাইন ওয়ার্কশপ, যা তাদের প্রতিযোগিতার রাউন্ডগুলোতে দিকনির্দেশনা দেবে। যেকোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব পর্যায়ের শিক্ষার্থীরা ৩৪ জনের দল গঠন করে অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে নগদ ৫০ হাজার টাকা প্রথম রানারআপ নগদ ৩০ হাজার টাকা , দ্বিতীয় রানারআপ নগদ ২০ হাজার টাকা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমনছফ আলী ফকির
পরবর্তী নিবন্ধআনোয়ারায় বিএনপি নেতার ঘরে ডাকাতির ঘটনায় আটক ৩