চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ‘শুদ্ধাচার’ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা গতকাল বুধবার চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। চবি আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান।
কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন চবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রফেসর ড. অলক পাল এবং চবি লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. আমীর মুহাম্মদ নসরুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী।
উপ-উপাচার্য বলেন, প্রাত্যহিক জীবনে শুদ্ধাচার অতীব গুরুত্বপূর্ণ। বিশেষ করে জীবনের প্রতিটি ক্ষেত্রে শুদ্ধাচারের বিষয়টি অন্তর্ভূক্ত থাকলে সকল ক্ষেত্রে সাফল্য অনিবার্য।
এজন্য প্রতিটি মানুষকে দৈনন্দিন কার্যক্রমে নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতার প্রতি অধিকতর সজাগ থেকে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করা একান্ত প্রয়োজন। এ সকল গুণাবলীর মাধ্যমে একদিকে যেমন অফিসের কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে অন্যদিকে সেবা গ্রহীতাদের সঠিক সময়ে যথার্থ সেবা প্রদানও নিশ্চিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।












