চবিতে শিক্ষার্থীদের পরিচালনায় হলের ডাইনিং কার্যক্রম শুরু

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৬ অক্টোবর, ২০২৪ at ৫:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলগুলোতে খাবারের মান বৃদ্ধির দাবি ছিল দীর্ঘদিনের। অবশেষে দাবির মুখে শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত প্রথম আবাসিক হল হিসেবে সোহরাওয়ার্দী হলে ডাইনিং কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. শামীম উদ্দিন খান সোহরাওয়ার্দী হলের ডাইনিং রুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

সমপ্রতি বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনে নতুন কর্তাব্যক্তি নিয়োগ পাওয়ার পর খাবারের মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের পরিচালনার দায়িত্ব দেয়া হয়। তার অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে প্রথমে সোহরাওয়ার্দী হলে এ কার্যক্রম শুরু করা হয়েছে। এ হলের খাবারের মান বৃদ্ধি পেলে পর্যায়ক্রমে চবির অন্যান্য হলের দায়িত্বও শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করা হবে।

সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আব্দুল মান্নান বলেন, ডাইনিংয়ের খাবারের যাবতীয় দায়িত্ব শিক্ষার্থীদের হাতে দেওয়া হয়েছে। এ লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্য থেকে ১১ সদস্যের একটি কমিটি করা হয়েছে। আহ্বায়ক হিসেবে দুইজন আবাসিক শিক্ষক এ কমিটিতে রয়েছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আব্দুল মান্নানসহ সহকারী প্রক্টর ও আবাসিক হলের শিক্ষকরা।

পূর্ববর্তী নিবন্ধমহালছড়িতে জেলের জালে ১২ কেজি ওজনের চিতল
পরবর্তী নিবন্ধসাগর-রুনি হত্যার বিচারের বাধা কেটে গেছে : হাসান আরিফ