চবিতে শহীদ মো. ফরহাদ হোসেন হল উদ্বোধন

| শনিবার , ৩ মে, ২০২৫ at ৭:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহীদ মো. ফরহাদ হোসেন হলের আবাসিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান গত ১ মে দুপুর ১ টায় হলের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

শহীদ মো. ফরহাদ হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আবদুল মান্নানের সভাপতিত্বে এবং হলের আবাসিক শিক্ষক ড. মো. কামরুল হোসেনের সঞ্চালনায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন হলের আবাসিক শিক্ষার্থী গোলাম মোস্তফা।

চবি উপাচার্য বলেন, আজকে আমাদের সকলের জন্য একটা অত্যন্ত আনন্দমুখর দিন। নতুন হলে উঠা অন্য রকম একটা অভিজ্ঞতা। উপাচার্য শিক্ষার্থীদের হলের সার্বিক কার্যক্রমে যত্নশীল হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা হচ্ছেন আমাদের একাডেমিক চাইল্ড। বিশ্ববিদ্যালয়ের সীমিত সম্পদের মধ্যে তাদের প্রয়োজনীয় সুযোগসুবিধা প্রদান করা হবে।

উপউপাচার্য (একাডেমিক) বলেন, বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী যদি হলে অবস্থান না করে তাহলে সে বিশ্ববিদ্যালয়ের স্বাদ গ্রহণ করতে পারবে না। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালেয়কে পর্যায়ক্রমে সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিকল্পনায় রয়েছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। উপউপাচার্য শিক্ষার্থীদেরকে হলে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রেখে পড়ালেখায় মনোনিবেশ করার আহবান জানান। উপউপাচার্য (প্রশাসন) বলেন, চবির বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীদের জন্য মেধার ভিত্তিতে আসন বরাদ্দ দেয়াকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে এবং বিভিন্ন হলে ইতোমধ্যেই মেধা ও যোগ্যতার ভিত্তিতে আসন বরাদ্দের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হলে দখলদারিত্বের সংস্কৃতিকে চিরতরে জাদুঘরে পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের মতামত ও পরামর্শ নিয়েই কেন্দ্রীয় আসন বরাদ্দ কমিটির মাধ্যমে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে মেধা ও যোগ্যতার ভিত্তিতে হলে সিট বরাদ্দ দেয়া হয়েছে। উপউপাচার্য শহিদ মো. ফরহাদ হোসেনসহ জুলাই বিপ্লবে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি শিক্ষার্থীদেরকে হলে শান্তিশৃংখলা বজায় রেখে বসবাসের আহবান জানান। চবি রেজিস্ট্রার হলে সিটপ্রাপ্ত আবাসিক শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি হলের কক্ষ ব্যবহার এবং অন্যান্য কার্যক্রম পরিচালনায় সকলকে যত্নবান ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, হলসমূহের প্রভোস্ট, প্রক্টর, সহকারী প্রক্টর, ছাত্রছাত্রী ও পরামর্শ কেন্দ্রের পরিচালক, বিভিন্ন হলের আবাসিক শিক্ষকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮৮ শতাংশ
পরবর্তী নিবন্ধশ্রমিকবান্ধব দেশ গড়তে সবাইকে কাজ করতে হবে