চবিতে রাতে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভে হামলার অভিযোগ

চবি প্রতিনিধি | সোমবার , ১৫ জুলাই, ২০২৪ at ৯:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মাঝরাতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ক্যাম্পাসের কাটাপাহাড় রোডে পেছন থেকে ছাত্রলীগ হামলা করে বলে অভিযোগ করা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১১টায় চবি জিরো পয়েন্টে প্রধানমন্ত্রীর কোটা বিষয়ক মন্তব্যের প্রতিবাদে ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ স্লোগানে বিক্ষোভ শুরু করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। অভিযোগ করা হয়েছে, রাত ১১টা ৩০ মিনিটে বিক্ষোভরত শিক্ষার্থীরা জিরো পয়েন্ট থেকে কাটা পাহাড় রোড হয়ে শহিদ মিনারের দিকে যাচ্ছিলেন। এমতাবস্থায় পেছন থেকে ‘কে রে রাজাকার?’ বলে ছাত্রলীগ কর্মীরা হামলা চালায়।’

চবি সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে আমরা রাত সাড়ে ১১টার দিকে জিরোপয়েন্টে গেছি এবং মিছিলের এক পর্যায়ে ছাত্রলীগের কর্মীরা অতর্কিত হামলা চালায়। এবং এতে দুই তিন জন আহত হয়। তারপরে আমরা সবাই ছত্রভঙ্গ হয়ে যাই। তবে এ অভিযোগের ব্যাপারে ছাত্রলীগের কারো বক্তব্য পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধকোটা: রাতে ঢাবির হলে বিক্ষোভ, মিছিল নিয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধগাউসিয়া কমিটি ১৭ নং ওয়ার্ডে মাহফিল