চবিতে মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিল

| মঙ্গলবার , ২৬ এপ্রিল, ২০২২ at ৬:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ঈছালে ছাওয়াব এবং পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলের আয়োজন করে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৩০নং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে এবং কাজী গোলাম মোস্তফা সোহেলের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন নাজিরহাট বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চবি আইসিটি সেলের ডেপুটি রেজিস্টার মাওলানা মুহাম্মদ ফোরকান, বাণিজ্য অনুষদের ডেপুটি রেজিস্টার মো. মনিরুল ইসলাম, রসায়ন বিভাগের ডেপুটি রেজিস্টার মো. আবুল কালাম আজাদ, চবি বাণিজ্য অনুষদের সহকারী রেজিস্টার মো. শাখাওয়াত হোসেন সোহেল, অধ্যাপক অলী আহাদ চৌধুরী, কাজী ফরিদ আহমদ, মো. সালাউদ্দীন, মো. চাঁন মিয়া, মো. মোজাম্মেল, হাফেজ মুহাম্মদ মহিউদ্দিন আরিফ, ইঞ্জিনিয়ার কাজী মো. তৌহিদুল আলম প্রমুখ। পরে মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া ক্বেরাত প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ
পরবর্তী নিবন্ধশর্ট সার্কিট থেকে আগুন, বসতঘর পুড়ে ছাই