চবিতে ‘মাইন্ডফুল ক্যানভাস’

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ অক্টোবর, ২০২৩ at ১০:৩১ পূর্বাহ্ণ

চবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ‘মাইন্ডফুল ক্যানভাস’ শিরোনামে স্টুডেন্ট অ্যাকশন প্রজেক্টের উদ্যোগে আত্মসচেতনতামূলক একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার বুদ্ধিজীবী চত্বরে ‘মানসিক স্বাস্থ্য বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের সচেতনতা তৈরি’ এই স্লোগানে প্রজেক্টের কার্যক্রম সূচনা করা হয়।

প্রজেক্টটির নেতৃত্বে ছিলেন শিক্ষার্থী সুমাইয়া বিনতে আলী, কে এম আরিফুর রহমান ও কামরুল হাসান রায়হান। এই প্রদর্শনীর মাধ্যমে তারা শিল্পীর মনন ও চিন্তাকে সবার কাছে তুলে ধরেন। প্রদর্শনীতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উপস্থিত শিক্ষার্থীরা বলেন, শিল্পকর্ম যে সহজেই মনের ভাব প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে এটি আগে আমাদের ধারণা ছিল না। এটি আমাদেরকে নতুন করে ভাবতে শিখিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভেলুয়ার দিঘি জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী মাহফিল
পরবর্তী নিবন্ধরাউজানে বেকারির কারখানায় অভিযান, জরিমানা