চবিতে মশা নিধনের জন্য ক্রয় করা হলো ফগিং মেশিন

| মঙ্গলবার , ২০ জানুয়ারি, ২০২৬ at ১১:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে এবং বিভিন্ন দপ্তরে নিয়মিত মশা নিধন অভিযান পরিচালনার জন্য পরীক্ষামূলকভাবে কোরিয়ান ইঋ ১৫০ মডেলের একটি ফগিং মেশিন ক্রয় করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল সোমবার মেশিনটির মোড়ক উন্মোচন করা হয় এবং চবি কেন্দ্রীয় স্টোর শাখায় হস্তান্তর করা হয়।

এখন থেকে যেকোনো হল প্রশাসন বা দপ্তর মশা নিধন অভিযান পরিচালনার জন্য কেন্দ্রীয় স্টোর থেকে মেশিনটি চাহিদাপত্রের মাধ্যমে ব্যবহার করতে পারবে। এর আগে চাকসু ও হল সংসদসমূহ মেশিনটি ক্রয় করার জন্য দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ই

সলাম, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান, কেন্দ্রীয় স্টোরের উপহিসাব নিয়ামক (কম্পিউটার) মো. কামাল উদ্দিন, তৌফিকুল ইসলাম তফু ও মনির হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাইন্দংয়ে জমির টপসয়েল কাটায় আড়াই লাখ টাকা অর্থদণ্ড
পরবর্তী নিবন্ধচন্দনাইশে অবৈধ ইটভাটায় পুড়ছে বনের কাঠ, ধ্বংস হচ্ছে পরিবেশ