গত ১৬ থেকে ২৪ আগস্ট চবি ২০২১-২০২২ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষা চলাকালীন সময়ে সার্বিক পরিস্থিতি, সুশৃঙ্খল, স্বাভাবিক ও সুন্দর রাখার জন্য অন্যান্য সংগঠনের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিটেশন সোসাইটি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিটেশন সোসাইটির সদস্যরা ভর্তি পরীক্ষায় ৫ দিন ব্যাপী বেশ কয়েকটি সেবা দেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো পরিচ্ছন্নতা সেবা। এছাড়াও এম্বুলেন্স সার্ভিস প্রদান ও পরিক্ষার্থীদের হলের দিকনির্দেশনা প্রদান ছাড়া ও প্রতিদিন প্রত্যেক ইউনিটের পরীক্ষার পর পরই তারা পরিচ্চন্নতা সেবায় নেমে পড়েন। প্রতিটি ফ্যাকাল্টির পাশাপাশি লাইব্রেরী, শহীদ মিনার, স্মৃতি সৌধ, চাকসু, ঝুপড়ি ও রেল স্টেশনের আশেপাশে পরিচ্ছন্নতার সরঞ্জাম নিয়ে যেভাবে তারা পরিচ্চন্নতার অভিযান করেছেন তা ছিল চোখে পড়ার মতো। এ সময় তারা প্রায় ২০০ বস্তা আবর্জনা পরিষ্কার করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হোসেন ভুঁইয়া এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করেন এবং তাদের কাজ পরিদর্শনকালে তিনি বলেন, পরিচ্ছন্নতার কাজটি জাপানে ছোটবড় সবাই করে থাকে। তাই সেখানে এটা সংস্কৃতিতে পরিণত হয়েছে। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর এস. এ. এম. জিয়াউল ইসলাম ও মেডিটেশন সোসাইটির আহবায়ক সহকারী অধ্যাপক জেরিন আক্তার। প্রেস বিজ্ঞপ্তি।