চবিতে ভর্তি পরীক্ষা আগের মতোই ১০০ নম্বরে সশরীরে

চবি প্রতিনিধি | রবিবার , ২৫ অক্টোবর, ২০২০ at ৭:২৭ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সশরীরে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
পূর্বের মতো ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রের পরীক্ষায় অংশ নিতে হবে।
আজ রবিবার (২৫ অক্টোবর) বিকালে নগরীর বিশ্ববিদ্যালয় চারুকলা ইন্সটিটিউতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবারের ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল বিবেচনা করা হবে কি না এ সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। চলতি বছরের এইচএসসির ফলাফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান।
তিনি বলেন, “আগের মতোই ১০০ মার্কের এমসিকিউ পদ্ধতিতে এবং সশরীরে পরীক্ষা নিয়ে ভর্তি করানো হবে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেওয়ার পরে বাকি অন্যসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “ভর্তি পরীক্ষা ক্যাম্পাসে নাকি ক্যাম্পাসের বাহিরে নেয়া হবে-এ সিদ্ধান্ত পরবর্তীতে নেওয়া হবে। এখন শুধু পরীক্ষা কীভাবে নেয়া হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধদেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২৩, নতুন শনাক্ত ১৩০৮
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিনে আটকে পড়া চার শতাধিক পর্যটক ফিরছে আজ