চবিতে ভর্তির আবেদন পড়েছে ২ লাখ ৩০ হাজার

| বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ at ১১:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয়েছে গতকাল বুধবার। এ সময় চবিতে ভর্তি হতে আবেদন করেছে ২ লাখ ৩০ হাজার ৩৯৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। গতকাল বুধবার ভর্তি কমিটির সদস্য সচিব এস এম আকবর হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বাংলানিউজের।

বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে সর্বাধিক ৮৬ হাজার ৬৬৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ৬৮ হাজার ৫০৮ জন ভর্তিচ্ছু। ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ‘সি’ ইউনিটে আবেদন পড়েছে ১৬ হাজার ৬২৯ জন এবং সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে আবেদন করেছেন ৫০ হাজার ৮২৬ জন শিক্ষার্থী। এছাড়া বি১ উপইউনিটে আবেদন পড়েছে ১ হাজার ৬০৪ জন, বি২ উপইউনিটে আবেদন জমা পড়েছে ৪ হাজার ৭৩৭ জন এবং ডি১ উপইউনিটে আবেদনকারীর সংখ্যা ১ হাজার ৩৮৫ জন। আগামী ২ জানুয়ারি (শুক্রবার) তিনটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে এবারের ভর্তি পরীক্ষা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।

পূর্ববর্তী নিবন্ধজিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক গুম-খুনের অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল
পরবর্তী নিবন্ধআওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার