চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২০২৫ সেশনের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থী–অভিভাবকদের সার্বিক সহযোগিতা এবং শিক্ষা সামগ্রী বিতরণ করেছে শাখা ছাত্রদল। এ সময় কলম, ছাত্রদলের গৌরবোজ্জ্বল আতীত, সংগ্রামী বর্তমান এবং আগামীর প্রতিশ্রুতি শীর্ষক বুকলেট বিতরণ করে ছাত্রদল। গতকাল শনিবার ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ ব্যপারে চবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছিন বলেন, বিগত ইউনিটগুলোর ন্যায় আজকেও অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আমাদের নেতাকর্মীরা বাইক সার্ভিস, শিক্ষা উপকরণ উপহার, পরীক্ষা কেন্দ্র দেখিয়ে দেওয়া, বিভিন্ন তথ্য প্রদানসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম নিয়ে পাশে ছিল। পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের অভিভাবকরা ছাত্রদলের সহযোগিতামূলক এসব কার্যক্রমের প্রশংসা করেছেন–এগুলোই আমাদের পথচলায় অনুপ্রেরণা। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলাম, আছি এবং পরবর্তী সময়েও পাশে থাকব। ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।