চবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ অক্টোবর, ২০২৩ at ১০:৫৮ পূর্বাহ্ণ

চবি মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে ও দারুল ইরফান ইনস্টিটিউটের সহযোগিতায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপিত হয়েছে। ‘মানসিক স্বাস্থ্য একটি সর্বজনীন মানবাধিকার’ এ প্রতিপাদ্যে গত মঙ্গলবার প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধু চত্বরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী নানা কর্মসূচির উদ্বোধন করেন উপউপাচার্য প্রফেসর বেনু কুমার দে।

মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক লাইলুন নাহারের সঞ্চালনায় এবং মনোবিজ্ঞান বিভাগের সভাপতি ড. রুমানা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রফেসর ড. তৌহিদ হোসেন।

উপউপাচার্য বলেন, শারীরিক সুস্থতার জন্য মানসিক ভাবে সুস্থ থাকা প্রয়োজন। কিন্তু আমরা শারীরিক সুস্থতার উপর যতটুকু জোর দিই মানসিক সুস্থতার উপর ততটা জোর দিই না। মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের উচিত এবিষয়ে মানুষকে সচেতন করা এবং গবেষণা বৃদ্ধি করা। শেষে র‌্যালির আয়োজন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআমান বাজারে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল
পরবর্তী নিবন্ধআজ লালখান বাজার মাদ্রাসা মাঠে ইসলামী বই মেলা শুরু