চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর- বিএনসিসি নৌ শাখা প্রধান প্রফেসর ড. তৌহিদ হোসেন চৌধুরীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
নতুন শাখা প্রধান আহসানুল কবীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার । বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। এরপর বিদায়ী অতিথিকে গার্ড অব অনার প্রদান করেন শাখার ক্যাডেটবৃন্দ। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।