চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বহিরাগত এক ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে। গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বিজয় ২৪ হলে ছদ্মবেশে ঢুকতে চাইলে দিদারুল ইসলাম শুভ নামের এই যুবককে আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা। আটকের পর গতকাল মঙ্গলবার বিকালে তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তার ল্যাপটপে আপত্তিকর ছবি ও ভিডিও এবং জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, একজন শিক্ষার্থীকে হল থেকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগের ভিত্তিতে আমরা তাকে আটক করি। পরবর্তীতে তার ডিভাইস যাচাই করে দেশবিরোধী কর্মকাণ্ডে তার সম্পৃক্ত থাকার প্রমাণও মিলেছে। সে সব দোষ স্বীকার করে লিখিত দিয়েছে। পরে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, দিদারুল ইসলাম শুভ ফেনীর দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের কর্মী। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে আগস্টের পর থেকে সে ছদ্মবেশে হিজাব পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় আশ্রয় নেয় এবং পার্শ্ববর্তী রেলক্রসিং এলাকায় অবস্থান করে নানা কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
এ ব্যাপারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম উদ্দিন আজাদীকে বলেন, ওই যুবকের বিরুদ্ধে ইতোমধ্যে একটি ওয়ারেন্ট আছে। আর অন্য কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিনা সেটা হাটহাজারী থানার ইনচার্র্জ ভালো বলতে পারবে। বুধবার (আজ) তাকে আদালতে পাঠানো হবে।
এ ব্যাপারে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মোহাম্মদকে মোবাইলে কল দিলে তিনি বলেন, মিডিয়ার সাথে কথা বলার মতো সুযোগ আমার নাই। এরপর তিনি সংযোগ কেটে দেন।