চবিতে বনলতার নবীন বরণ ও প্রাক্তন ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠান

আজাদী প্রতিবেদন | রবিবার , ১২ মার্চ, ২০২৩ at ১০:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাটোরের শিক্ষার্থীদের সংগঠন ‘বনলতা’র উদ্যোগে গতকাল নবীন বরণ এবং পুরাতন ছাত্রছাত্রীদের বিদায় প্রদান অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

বনলতার সভাপতি তালিমুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মিরণ ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বনলতার উপদেষ্টা মন্ডলীর সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক এ আর রাজী, দৈনিক আজাদীর চীফ রিপোর্টার হাসান আকবর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তত্ত্ববাধায়ক প্রকৌশলী সরকার আবদুল্লাহ আজম, সীতাকুণ্ড সরকারী মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রধান শামীমা নার্গিস, নাটোর জেলা সমিতি চট্টগ্রামের সভাপতি মখলেছুর রহমান সপু, সাধারণ সম্পাদক শেখ আবদুস সোবহান, কর্ণফুলী গ্যাস ডিসট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ম্যানেজার আজিজ কিরণ, গল্ফার কাজী এহসান।

অনুষ্ঠানে নাটোরে নবীন ছাত্রছাত্রীদের বরণ এবং বিদায়ী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। বক্তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাটোরের শিক্ষার্থীদের বিভিন্নমুখী কার্যক্রমে জড়িত হয়ে নিজেদের বিকশিত করার উপর গুরুত্বারোপ করেন। যে সব শিক্ষার্থী সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে চলে যাচ্ছেন তারা যাতে দেশের সেবায় নিজেদের সর্বাত্মকভাবে নিয়োজিত করেন সেই আহ্বান জানানো হয়েছে। সভায় বক্তারা নাটোরের কৃতী সন্তান শফীউদ্দীন সরদারের নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি শিক্ষাবৃত্তি চালু করার উপরও গুরুত্বাপোর করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান ও কবিতা আবৃত্তি করেন।

পূর্ববর্তী নিবন্ধইসলাম শান্তি ও কল্যাণের জন্য কাজ করে
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটিতে আলোচনা সভা