চবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল উদ্বোধন

| বুধবার , ২৯ সেপ্টেম্বর, ২০২১ at ৫:১২ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত থেকে উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। খবর বাসসের।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত থেকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চবির উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। চবি রেজিস্ট্রার প্রফেসর এসএম মনিরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হলের প্রভোস্ট ড. প্রকাশ দাশগুপ্ত। প্রধান আলোচক ছিলেন হল প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা চবি পালি বিভাগের প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের উদ্বোধন করায় চবি উপাচার্যকে আন্তরিক ধন্যবাদ জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী এখন বিশ্ববাসীর কাছে গণতন্ত্রের নেত্রী, মানবতার নেত্রী, উন্নয়নের নেত্রী। দেশের উন্নয়ন-অগ্রগতির অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই।
শিক্ষা উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন-অগ্রগতিতে বাংলাদেশ সময় এবং সীমানা ছাড়িয়ে গেছে। তিনি ক্ষমতার জন্য নয়, দেশের জনগণের ভাগ্য পরিবর্তনে উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী।
উপাচার্য বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধুর আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণার অন্যতম সহযাত্রী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মহিয়ষী রমণীর নামে একটি হল প্রতিষ্ঠা করতে পেরে আমরা অত্যন্ত গৌরবান্বিত অনুভব করছি।
প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে চবি প্রশাসন আয়োজিত কর্মসূচির আওতায় সকাল ৯টায় চবির মেডিকেল সেন্টারে কোভিড-১৯ ভ্যাকসিন ক্যাম্পেইন এবং বেলা ১১টায় চবি বঙ্গবন্ধু চত্বরে মাস্ক বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এছাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। দুপুর ২টায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে চবি জননেত্রী শেখ হাসিনা হলের আয়োজনে কেক কাটা হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রথমার চট্টগ্রাম বইমেলা শুরু
পরবর্তী নিবন্ধঅপরূপ বাংলা