চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সচেতনতা ও পরিবেশগত ন্যায়বিচার বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
Youth 3R Society–এর আয়োজনে এবং Young Power in Social Action (YPSA) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহযোগিতায় ‘Youth for Sustainable Tomorrow; Workshop & Volunteer Programme on Plastic Waste Management and Environmental Justice’ শীর্ষক এ কর্মশালা গতকাল রবিবার চবি কলা ও মানববিদ্যা অনুষদের ইনোভেশন হাবে অনুষ্ঠিত হয়। কর্মশালার সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। কর্মশালাটি পরিচালনা করেন ইপসার প্রোগ্রাম অফিসার সেতার রুদ্র ও শারিফ মুস্তাজিব। কর্মশালায় চবির মোট ৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
Youth 3R Society-এর Founder & Executive Director মো. সাজারাতুল ইসলাম ইয়াকিন এ আয়োজনের কনভেনর ও পরিচালক ছিলেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপসার এনভায়রনমেন্ট অফিসার মিনহাজুর রহমান শিহাব। এছাড়া মাইশা ফাহমিদা, সাদিয়া নাজনীন ঊষা, জাহানারা রহমানসহ Youth 3R Society–এর ২০ জন সদস্য অনুষ্ঠান পরিচালনা ও সংগঠনের দায়িত্ব পালন করেন। কর্মশালায় পরিবেশ সংরক্ষণ, পুনঃব্যবহার, দায়িত্বশীল জীবনধারা ও সমাজের উন্নয়নে তরুণদের ভূমিকা বিষয়ে গভীর আলোচনা হয়।










