চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্নাতক সম্মান ২০২২–২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪১ জন শিক্ষার্থী। এ বছর ২ লাখ ১৪ হাজার ৩২৯ জন শিক্ষার্থী আবেদন করলেও ফি জমা দিয়েছেন ২ লাখ ৫৬ জন শিক্ষার্থী। আসন রয়েছে ৪ হাজার ৯২৬টি। দ্বিতীয়বার ভর্তিচ্ছুরাও এই বছর পরীক্ষা দিবেন। গতকাল সোমবার বিষয়গুলো নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম। তিনি বলেন, রবিবার রাত ১২টা পর্যন্ত ভর্তি ফি জমা দেওয়ার শেষ সময় ছিল। ২ লাখ ৫৬ জন শিক্ষার্থী ভর্তি ফি জমা দিয়ে চূড়ান্ত করেছেন। এর আগে মোট আবেদনকারীর সংখ্যা ছিল ২ লাখ ১৪ হাজার ৩২৯ জন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ৭৪ হাজার ৬৫৯ জন। ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ৫২ হাজার ৯৯৫ শিক্ষার্থী। ‘সি’ ইউনিটে আবেদনকৃত শিক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৯৯৯ জন। ‘ডি’ ইউনিটে আবেদন করেছেন ৪৯ হাজার ১৭৮ জন। উপ–ইউনিটের মধ্যে ‘বি–১’ ইউনিটে আবেদন করেছেন ১ হাজার ৩৮২ জন এবং ‘ডি–১’ উপ ইউনিটে ১ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতি বছরের মতো এবারও বহুনির্বাচনি পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হবে। ১২০ নম্বরের পরীক্ষায় কৃতকার্য নম্বর ৪০। ১০০ নম্বর বহুনির্বাচনি এবং ২০ মার্ক যোগ হবে এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। তবে দ্বিতীয়বার ভর্তিচ্ছুদের মোট নম্বর থেকে পাঁচ নম্বর কেটে নম্বার হিসেব করা হবে।
বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট রয়েছে। এতে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য ভর্তি পরীক্ষা নেওয়া হয়। ৪টি ইউনিট ও ২টি উপ–ইউনিটে মোট আসন রয়েছে ৪ হাজার ১৮৯টি। আর বাকি ৭৩৭টি আসন বিভিন্ন কোটায় বরাদ্দ রয়েছে। এছাড়া, আগামী ১৬ ও ১৭ মে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, ১৮ ও ১৯ মে কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিট, ২০ মে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিট এবং সকলের জন্য উন্মুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি অনুষ্ঠিত হবে ২২ মে। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটে। এ ছাড়া ‘ডি–১’ ও ‘বি–১’ উপ–ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ মে ও ২৫ মে।