চবিতে প্রকৌশল শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে মশাল মিছিল

চবি প্রতিনিধি | রবিবার , ৩১ আগস্ট, ২০২৫ at ১১:৩৯ পূর্বাহ্ণ

রাজধানীতে প্রকৌশল শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীরা মশাল মিছিল করেন। গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন স্মরণ চত্বরে এ মিছিল অনুষ্ঠিত হয়। মশাল মিছিল শেষে সিএসই বিভাগে শিক্ষার্থী মনির হোসেন বলেন, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রকৌশল শিক্ষার্থীদের ন্যায্য তিন দফা দাবির প্রতি দৃঢ় সমর্থন জানাচ্ছি। সিএসই বিভাগের আবদুল্লাহ আল নোমান বলেন, বুয়েট শিক্ষার্থীদের উপর পুলিশ কর্তৃক হামলা এবং তিনদফা দফা দাবি বাস্তবায়নে আমাদের আজকের মশাল মিছিল। আমরা চাই সরকার অতিদ্রুত আমাদের দাবিগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশ থেকে বৈষম্যের অবসান করুক।

পূর্ববর্তী নিবন্ধএ যেন এক স্বর্গোদ্যান
পরবর্তী নিবন্ধকুমিল্লা থেকে চট্টগ্রাম এসে নিখোঁজ আরিফ