চবিতে পোষ্য কোটা বহালের দাবিতে কর্মচারীদের কর্মসূচি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৯ জানুয়ারি, ২০২৫ at ১০:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পোষ্য কোটা বহালের দাবিতে কর্মকর্তাকর্মচারীরা অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি করবে তারা। অপরদিকে পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ অনশনে বসেছে ছয় শিক্ষার্থী।

পোষ্য কোটা বাতিল ও জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকারীদের বিচারসহ ৯ দফা দাবিতে গত প্রায় এক মাস ধরে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কয়েক দফা শিক্ষার্থীদের সাথে বৈঠক করেছেন। এর সমাধানের জন্য গত শনিবার সাত সদস্যের একটি কমিটিও গঠন করেছে প্রশাসন। কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড়।

পূর্ববর্তী নিবন্ধকার্ডিয়াক সেবার জন্য চট্টগ্রামের বাইরে যদি যেতে না হয় তা আনন্দের
পরবর্তী নিবন্ধআইওয়াইসিএম চট্টগ্রামের উদ্যোগে ইয়ুথ লিডারদের মুক্ত আলোচনা