টানা বৃষ্টিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কাটা পাহাড়ের কিছু অংশ ও সমাজবিজ্ঞান অনুষদ সংলগ্ন সড়কে পাহাড় ধসে পড়েছে। নিরাপত্তার স্বার্থে কাটা পাহাড় সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। গতকাল রোববার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। এই অবস্থায় ঝুঁকির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের কলোনিগুলো। এছাড়া ভারী বর্ষণ না থামলে পাহাড়ের পাশে বসবাসকারী সবাই পাহাড় ধসের শঙ্কা করছেন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া আজাদীকে বলেন, দুই জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। টানা বৃষ্টির কারণে এমনটা হচ্ছে। সোমবার এ নিয়ে সতর্কতামূলক মাইকিং করা হবে। কারণ আমাদের কলোনিগুলো বেশিরভাগ পাহাড়ের পাশে।