চবিতে পাবলিক লেকচার

‘বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল’

| শুক্রবার , ১১ মার্চ, ২০২২ at ৮:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট (এসএসআরআই) এর উদ্যোগে ১০ মার্চ সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে এক পাবলিক লেকচার অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী।
উপ-উপাচার্য তাঁর বক্তব্যে যুগোপযোগী একটি গুরুত্বপূর্ণ বিষয়ে লেকচার আয়োজন করায় আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, এক সময়ের কথিত তলাবিহীন ঝুড়ি বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও বলিষ্ট নেতৃত্বে উন্নয়নশীল বাংলাদেশ অচিরেই উন্নত বিশ্বের কাতারে সামিল হবে। এ পাবলিক লেকচারের মাধ্যমে শিক্ষক-গবেষক এবং শিক্ষার্থীবৃন্দ উপকৃত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমাজ বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ তারিকুল হাসান চৌধুরীর সভাপতিত্বে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মইনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী। পাবলিক লেকচারে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন চবির বিভিন্ন বিভাগের উপস্থিত শিক্ষক-গবেষক এবং শিক্ষার্থীবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধরেডি অ্যাপার্টমেন্ট-কমার্শিয়াল স্পেস ক্রয়ে দেয়া হচ্ছে বিশেষ ছাড়
পরবর্তী নিবন্ধশিল্পকলায় আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন