চবিতে পাঁচ দিনের একুশে বইমেলা আজ থেকে

আজাদী প্রতিবেদন | রবিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনের উদ্যোগে আজ রোববার শুরু হচ্ছে পাঁচদিনব্যাপী একুশে বইমেলা। আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে মেলা অনুষ্ঠিত হবে। বইমেলার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বইমেলা উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাত সদস্যের একটি আহ্বায়ক কমিটি করেছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, সদস্য সচিব ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক প্রফেসর ড. মো. আলমগীর। সদস্য হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, অনুবাদে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম হোসেন হাবীব (জি এইচ হাবীব), মার্কেটিং বিভাগের প্রফেসর ড. ফুয়াদ হোসেন এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম এম রিজাউল ইসলাম।

বইমেলার আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. আলমগীর জানান, চবি প্রশাসনের উদ্যোগে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত একুশে বইমেলা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এই মেলায় ঢাকা, চট্টগ্রামসহ দেশের স্বনামধন্য প্রায় ৩০টি প্রকাশনী অংশগ্রহণ করবে।

জি এইচ হাবীব বলেন, প্রতি বছর চবি শিক্ষকশিক্ষার্থীদের একাধিক বই প্রকাশিত হয়। একুশে বইমেলাকে কেন্দ্র করে এবার অনেকের নতুন বই আসছে। কেউ যদি শুধু তাদের বইগুলো নিয়ে আলাদা স্টল রাখতে চায় আমরা সেই সুযোগ দেব। এতে আমাদের শিক্ষকশিক্ষার্থীরা অনুপ্রাণিত হবেন।

পূর্ববর্তী নিবন্ধজাফরুল ইসলাম চৌধুরীর কবর জিয়ারতে দক্ষিণ জেলা আহবায়ক কমিটির নেতৃবৃন্দ
পরবর্তী নিবন্ধরাষ্ট্রের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজিরের ষড়যন্ত্রের প্রতিবাদ