চবিতে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ই-কার সার্ভিস

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৯ মে, ২০২৫ at ১০:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে পরিবেশবান্ধব ও আধুনিক যাত্রীসেবা নিশ্চিত করতে পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে ইলেকট্রিক কার বা ইকার সার্ভিস। আগামী ১৩, ১৪ ও ১৫ মে ক্যাম্পাসে ৪টি ইকার পরীক্ষামূলকভাবে চালানো হবে।

গতকাল বৃহস্পতিবার এ বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। তিনি বলেন, পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে আগামী জুন মাস থেকে ২০টি ইকার নিয়ে আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু করা হবে। ইকার সেবার ভাড়ার পরিসীমা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৫ টাকা, সর্বোচ্চ ১৫ টাকা পর্যন্ত।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে বোর্ড অব ট্রাস্টিজের সভা
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে বাইকের মুখোমুখি সংঘর্ষে কিশোরের মৃত্যু