চবিতে নিলস-এলইবি জাতীয় ছায়া আইনসভার সমাপনী

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৫ মে, ২০২৫ at ৮:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন অনুষদের এ কে খান মিলনায়তনে নিলসএলইবি জাতীয় ছায়া আইনসভা ২০২৫এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই পার্লামেন্টারি সিমুলেশন প্রতিযোগিতা দুই দিনব্যাপী আয়োজন করে দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস (নিলস) এবং লিগ্যাল এমপাওয়ারমেন্ট বাংলাদেশ (এলইবি)। গতকাল শনিবার বিকালে অনুষ্ঠানটির সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। প্রধান আলোচক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ই্‌য়াহ্‌ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার ফয়সাল দস্তগীর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজনিম মেহজাবিন এবং ইতমিনান মনির বাসিলিসএর সঞ্চালনায় অনুষ্ঠানটি বিকাল ৪টা থেকে শুরু হয়।

প্রধান অতিথি বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বলেন, আইন শুধুমাত্র বিচারিক সীমার মধ্যে সীমাবদ্ধ নয়, এবং এনএমএলএ২০২৫ আইনি বোধশক্তিকে শাণিত করে, একই সঙ্গে শিক্ষার্থীদের এমন আইন প্রণয়নের সুযোগ করে দেয় যা আমাদের জাতির জটিল সামাজিক ও রাজনৈতিক বাস্তবতাকে প্রতিফলিত করে। প্রধান আলোচক অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান বলেন, লেজিসলেটিভ অ্যাসেম্বলির এই উদ্যোগ নিঃসন্দেহে শিক্ষার্থীদের আইনি প্রজ্ঞা বৃদ্ধি করবে এবং তাদের আইন লঙ্ঘনের ঘটনাগুলো চিহ্নিত ও প্রতিরোধ করার ক্ষমতা প্রদান করবে।

এই অনুষ্ঠানে প্রায় ৫৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারীরা এসেছেন, যেখানে ১০০ জনেরও বেশি শিক্ষার্থী আয়োজক হিসেবে অবদান রেখেছেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলা একাডেমি ‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন শবনম মুশতারী ও আনোয়ারুল হক
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ৪ পাকাবাড়ি উচ্ছেদ, ৭ একর বন দখলমুক্ত