চবিতে নিজ বাসা থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৯ জুলাই, ২০২৫ at ৫:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের কর্মী লাবিবা লামিয়া তানহার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২নং গেট এলাকার ল্যাবরেটরি স্কুলের বিপরীতে সিয়াম প্যালেস নামক একটি ফ্ল্যাট বাসায় এ ঘটনা ঘটে। লামিয়ার রুমের জানালা থেকে তার মরদেহ নিচে নামায় তার মা ও বাবা মুতাসির বিল্লাহ শামীম। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন ও হাটহাজারী থানার ওসি মো. কাউসার।

জানা যায়, লাবিবা লামিয়া তার বাবামায়ের সাথে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলের সামনের সিয়াম প্যালেস নামক এই বাসায় ভাড়ায় থাকতেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২২২৩ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের রাজনীতিতে জড়িত। তিনি প্রথম বর্ষের পরীক্ষায় ভালো না করায় ডিপ্রেশনে ছিলেন বলে সহপাঠীরা জানিয়েছেন।

বাসার গৃহকর্মী সূত্রে জানা যায়, তিনি রোববার রাতে সাড়ে দশটা নাগাদ গোসল করে ১১টায় খাবার খেয়ে শুয়ে পড়েন। পরবর্তীতে গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় তার বাসার গৃহকর্মী রুম ঝাড়ু দিতে গেলে লামিয়াকে জানালার সাথে জর্জেটের ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা বাবামা তার লাশ নামিয়ে নিচে রাখেন।

এ বিষয়ে লামিয়ার বাসার গৃহকর্মী বলেন, লামিয়া আপু জানালার সাথে ঝুলে ছিলেন। তবে তার পা মাটিতে লেগে ছিল। আমি চিন্তা করতেছি কিভাবে মারা গেল।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান তার ফেসবুক পোস্টে লিখেছেন, আমি তাকে যতটুকু জানি সে আত্মহত্যা করার মত মেয়ে না, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ দ্রুত সময়ের মধ্যে তার মৃত্যুর আসল রহস্য উদঘাটিত হোক।

লাবিবার বান্ধবী তনিমা বিনতে হোসেন বলেন, ওর পরীক্ষা চলছিল তার মধ্যেই যে কেন এমন করল সেটা সত্যিই বুঝতে পারছি না। তবে, অনেকদিন ধরেই ডিপ্রেশনে ভুগছিল। বিশেষ করে একাডেমিকভাবে ড্রপ আউট হওয়ার কারণে।

বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, আমরা জানার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাই এবং তাদেরকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। পরে আমরা এসে দেখি তার বাবামা তার লাশ নামিয়ে নিচে শুয়ে রেখেছে। এরপর লাশ পোস্টমর্টেমের জন্য পুলিশ নিয়ে গেছে। হাটহাজারী থানার ওসি মো. কাউসার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানার পর আমরা ক্যাম্পাসে যাই, লাশ উদ্ধার করে ময়না তদন্ত করার পর আমরা বাকি তথ্য বলতে পারবো।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে বসতঘরের ওপর দেয়াল ধস, মা-ছেলে আহত
পরবর্তী নিবন্ধশাহ আমানতে ২২ লাখ টাকার দেশি বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক