চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ সম্মান শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। বিভিন্ন বিভাগের ওরিয়েন্টেশন প্রোগ্রামে বক্তব্য রাখেন উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, অত্যন্ত কঠিন ও প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যে সুবর্ণ সুযোগ পেয়েছে, তা যথাযথভাবে কাজে লাগাতে হবে। সময়ের প্রতি নিষ্ঠাবান থেকে সঠিক সময়ে ক্লাস ও পরীক্ষা শেষ করে নিজেদের আদর্শ, মানবিক ও জ্ঞানসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন তিনি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে ছাত্র–জনতার আন্দোলনের ফলেই আজকের নতুন বাংলাদেশ গড়ে উঠেছে। এ নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন, বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ, চারুকলা ইনস্টিটিউটের পরিচালক তাসলিমা আকতার, ফাইন্যান্স বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নেছারুল করিম এবং ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের সভাপতি মো. আবু বকর সিদ্দিক। প্রেস বিজ্ঞপ্তি।