চবিতে ধরা পড়ল ৮ ফুটের অজগর

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৭ নভেম্বর, ২০২৪ at ১০:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলের সামনে থেকে ৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে শিক্ষার্থীরা। পরে সাপটিকে গভীর অরণ্যে ছেড়ে দেওয়া হয়। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে শিক্ষার্থীরা সাপটিকে উদ্ধার করে। সাপটি বার্মিজ অজগর প্রজাতীর বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোহরাওয়ার্দী হলের পাশে ড্রেনের মধ্যে একটি সাপ দেখা যায়। তারপর শিক্ষার্থীরা সোসাইটি ফর স্ন্যাকস এন্ড স্ন্যাকবাইট অ্যাওয়ার্নেস এর গ্রæপের সদস্যদের খবর দেয়। গ্রæপের কয়েকজন ভলান্টিয়ার এসে সাপটি উদ্ধার করেন।

এ বিষয়ে সাপ উদ্ধারকারীদের একজন সোসাইটি ফর স্ন্যাকস এন্ড স্ন্যাকবাইট গ্রæপের ভলান্টিয়ার রাতুল শাহরিয়ার প্রীতম বলেন, আমরা খবর পেয়ে সোহরাওয়ার্দী হলের কাছে চলে আসি। তারপর সাপটি সেখান থেকে উদ্ধার করি। এরপর সাপটি গভীর অরণ্যে ছেড়ে দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ৪ হাজার কৃষক পাবে কৃষি প্রণোদনা পাচ্ছেন
পরবর্তী নিবন্ধসীমান্ত দিয়ে মাদক ইয়াবা পাচারে রাজনৈতিক দলের ছত্রছায়া রয়েছে