দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস (নিলস) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার এবং লিগ্যাল এমপাওয়ারমেন্ট বাংলাদেশ (এলইবি) যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে দেশের প্রথম জাতীয় ছায়া আইনসভা। আগামী ২৩ ও ২৪ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য এই অধিবেশনে বাংলাদেশের প্রায় শতাধিক শিক্ষার্থী বাস্তবিক আইন প্রণয়ন ও সংশোধনের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। নিলস–এলইবি জাতীয় ছায়া আইনসভা (এনএমএলএ) আয়োজনের লক্ষ্যে চবি ক্যাম্পাসে ইতোমধ্যে শুরু হয়েছে ছায়া জাতীয় সংসদের অধিবেশনের সদস্যদের (এমপি) রেজিস্ট্রেশন কার্যক্রম, যা চলবে আগামী ৫ মে পর্যন্ত। এই ছায়া জাতীয় আইনসভায় দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীরা একত্রিত হয়ে দেশের বহুল আলোচিত ও বিতর্কিত দুটি আইন–দুর্নীতি দমন কমিশন ও অর্থপাচার প্রতিরোধ সংক্রান্ত আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন–নিয়ে আলোচনা, বিশ্লেষণ এবং সংশোধনের প্রস্তাব উত্থাপন করবেন।