চবিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্ক্রিনিং শীর্ষক কর্মশালা

| সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ, বায়োটেড এবং নেটওয়ার্ক অফ ইয়াং বায়টেকনলজিস্ট বাংলাদেশের (চবি চ্যাপ্টার) উদ্যোগে গতকাল রবিবার থ্যালাসেমিয়া সচেতনতা ও স্ক্রিনিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডঃ মোহাম্মদ গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বায়োটেডের পরিচালক ও গবেষক ড. মুহাম্মাদ সওগাত উল আলম। প্রধান বক্তা ছিলেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজির অধ্যাপক ও বিজ্ঞানী ডঃ মোহাম্মদ আল ফোরকান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. লুলু ওয়াল মারজান, . এস এম রফিকুল ইসলাম এবং ড. নাজনিন নাহার ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন আয়োজনের বিভাগের শিক্ষক মহব্বত হোসেন। অনুষ্ঠানে বক্তারা জানান, এদেশের ১১ শতাংশ মানূষ থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। এর চিকিৎসা ব্যয়বহুল এবং প্রতি মাসে ৩০৩৫ হাজার টাকা খরচ করতে হয় একজন রোগীকে। শুধুমাত্র সচেতনতার অভাবে এই রোগের হার বহু শতাংশ বেড়ে যায়। বিভাগের শিক্ষক আফরোজা আক্তার তন্বী ও নাসরিন জাহান সালমা টুম্পার পরিচালনায় অনুষ্ঠিত এই কর্মশালায় সমাপনি বক্তব্য রাখেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডঃ লায়লা খালেদা।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে অপারেশন ডেভিল হান্ট, গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধজুয়ার সরঞ্জাম ও টাকাসহ ১৭ জুয়াড়ি গ্রেপ্তার