চবিতে তৈরি হচ্ছে নান্দনিক তথ্য কেন্দ্র

চবি প্রতিনিধি | সোমবার , ১৯ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্থাপন করা হচ্ছে নান্দনিক একটি তথ্য কেন্দ্র। ইতোমধ্যেই দৃশ্যমান হতে চলেছে স্থাপনাটি। বিশ্ববিদ্যালয়ের যাবতীয় তথ্য প্রদানের ব্যবস্থা থাকবে পাঁচতলা বিশিষ্ট এই ভবনে। গত শনিবার উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এটি উদ্বোধন সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়ের ২১তম ব্যাচের অর্থায়নে হচ্ছে স্থাপনাটির কাজ। ক্যাম্পাসের জিরো মূল ফটকের পাশেই এটি নির্মিত হচ্ছে। তথ্য সেন্টারের পাশাপাশি এতে থাকবে বিশাল ফটো গ্যালারি এবং অত্যাধুনিক ক্যাফেটেরিয়া। নির্মিতব্য এই তথ্য কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ এবং আবাসিক হলের তথ্যও পাওয়া যাবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা একুশ ব্যাচের আহ্বায়ক ও ওমরগণি এমইএস কলেজের অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম। এতে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান ও প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন বাদল, জেলা ও দায়রা জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরী, কর কমিশনার ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন রেজা, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন, অধ্যাপক ভরঞ্জন বণিক, সুস্মিতা সুলতানা প্রমুখ। এছাড়াও ২১তম ব্যাচ এবং রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১ এর যৌথ অর্থায়নে নির্মিত হয়েছে সমাজবিজ্ঞান অনুষদ সংলগ্নে কমফোর্ট সেন্টার। শিগগির নবনির্মিত এই সেন্টারের উদ্বোধন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটির ২৯তম সিন্ডিকেট সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কোয়ান্টামের শিক্ষার্থী ওরিয়েন্টেশন