চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের (সিইউডিসি) উদ্যোগে ৩ মাসব্যাপী প্রাথমিক বিতর্ক কর্মশালার উদ্বোধন হয়েছে। গতকাল মঙ্গলবার বিজ্ঞান অনুষদের গ্যালারি–২ এ প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। প্রধান অতিথি বলেন, শুধু পুঁথিগত বিদ্যা আর পাশ করে সার্টিফিকেট পেলেই আসল উদ্দেশ্য পূরণ হয় না। শিক্ষার্থীদের জন্য পড়াশোনার পাশাপাশি শিক্ষাসহায়ক কার্যক্রম অত্যন্ত প্রয়োজনীয়। বিদেশে উচ্চশিক্ষা বা যেকোনো ক্ষেত্রে এগুলো কাজে আসে। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা সত্যে উপনীত হতে শেখে এবং যুক্তির মাধ্যমে মিথ্যা থেকে বাঁচতে পারে। বিশেষ অতিথি ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এনায়েত উল্যা পাটওয়ারী। তিনি বলেন, ডিবেট করতে হলে অনেক পড়াশোনা করতে হয়। এজন্য বিভিন্ন বিষয়ে বেশি জানতে হবে এবং একাডেমিক পড়াশোনা ও শিক্ষাসহায়ক কার্যক্রমে ভারসাম্য রাখতে হবে। বক্তব্য রাখেন সিইউডিসির মডারেটর ও সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আবদুল মান্নান, তথ্য ও ফটোগ্রাফি শাখার প্রশাসক ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহীদুল হক এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা রুমঝুম ভূঁইয়া। সভাপতিত্ব করেন সিইউডিসির আহ্বায়ক নোমান ইবনে মোসলেহ উদ্দিন এবং সঞ্চালনা করেন ওমর ফায়াজ ও জেনিফার জান্নাত।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ৩ মাসব্যাপী এই কর্মশালায় শিক্ষার্থীরা এশিয়ান পার্লামেন্টারি, ব্রিটিশ পার্লামেন্টারি ও বারোয়ারি বিতর্ক ফরম্যাট সম্পর্কে ধারণা পাবে। পাশাপাশি প্রেজেন্টেশন দক্ষতা, অনুষ্ঠান সঞ্চালনা, প্যানেল আলোচনা ও জনবক্তৃতার ওপর হাতে–কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
এ উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী বিতার্কিক, দক্ষ যোগাযোগকারী ও নেতৃত্বগুণসম্পন্ন ভবিষ্যৎ নেতা হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্তচিন্তা ও যুক্তিনির্ভর আলোচনার একটি সুস্থ পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।











