চবিতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

অস্বাস্থ্যকর খাবার বিক্রি

চবি প্রতিনিধি | বুধবার , ৫ নভেম্বর, ২০২৫ at ১০:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অস্বাস্থ্যকর ও অনিরাপদ খাবার বিক্রির অভিযোগে সোহরাওয়ার্দী হল ক্যাফেটেরিয়া ও দুইটি খাবার দোকানকে জরিমানা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) প্রতিনিধি ও ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, অভিযানে ক্যাম্পাসের বিভিন্ন খাবার দোকানে অপরিচ্ছন্ন পরিবেশ, বাসি খাবার বিক্রি ও ভোক্তা অধিকার আইন অমান্যের অভিযোগ পাওয়া যায়। এতে ঢাকা হোটেলকে ১০ হাজার, শাহ জালাল হোটেলকে ৫ হাজার এবং সোহরাওয়ার্দী ক্যাফেটেরিয়াকে ৬ হাজার টাকাসহ মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দোকান মালিক ও কর্মচারীদের ন্যায্যমূল্যে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাকসুর পক্ষ থেকে নিয়মিত পর্যবেক্ষণ চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। অভিযান শেষে উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের নিরাপদ খাবার নিশ্চিত করতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। অপরিচ্ছন্ন ও অনিরাপদ খাবার বিক্রি করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ (মঙ্গলবার) আমরা তিন দোকানে সতর্কমূলক জরিমানা করেছি। চাকসুর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক রাব্বি তাওহিদ বলেন, দোকানদারদের সাথে আমরা কোনো ঝামেলা করতে চাই না, কিন্তু যদি এভাবে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করতে থাকেন, তাহলে আমরা তাদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করব। আমরা চাই শিক্ষার্থীরা নিরাপদ ও মানসম্মত খাবার পাক। এজন্য চাকসু ও প্রশাসন যৌথভাবে নিয়মিত তদারকি করবে।

পূর্ববর্তী নিবন্ধচুনতিতে বনের গাছ কেটে চুরির চেষ্টা, যুবক আটক
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার