চবিতে ঢাবির ‘চ’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন, অনুপস্থিত ৪১%

আজাদী অনলাইন | শনিবার , ৯ অক্টোবর, ২০২১ at ২:২৫ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক ১ম বর্ষের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার চট্টগ্রাম কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুপস্থিত ছিলেন ৪১ শতাংশ শিক্ষার্থী। শনিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে সাড়ে ১১টায় শেষ হয়। সহকারী প্রক্টর এস এ এম জিয়াউল ইসলাম জানান, পরীক্ষায় ৯৪৬ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশ নিয়েছেন ৫৫৮ জন। যা মোট পরীক্ষার্থীর ৫৯ শতাংশ। এছাড়া অনুপস্থিত ছিলেন ৩৮৮ জন, যা মোট পরীক্ষার্থীর ৪১ শতাংশ।

প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। জালিয়াতি বা অনিয়মের কোনও ঘটনা ঘটেনি। জালিয়াতি রোধে আমরা সতর্ক অবস্থানে আছি।-বাংলানিউজ

পূর্ববর্তী নিবন্ধশাহ আমানত বিমানবন্দরে স্বর্ণের বড় চালান আটক
পরবর্তী নিবন্ধটেকনাফে আরসা নামধারী ৫ রোহিঙ্গা দুর্বৃত্ত আটক