বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে ‘জাগুক তারুণ্য, বাঁচুক পরিবেশ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিতর্ক সংগঠন ডিবেটার্স অব চিটাগং ইউনিভার্সিটি (ডিসিইউ)। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশর সহযোগিতায় এবং চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের নির্দেশনায় গত শুক্রবার থেকে শুরু হয়েছে এ আয়োজন। যা শেষ হবে আগামী রোববার।
গতকাল বুধবার দুপুর দেড়টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব বিষয় জানান ডিসিইউর হেড এক্সিকিউটিভ সজিব তালুকদার। তিনি জানান, মোট দুইটি ভাগে বিভক্ত এ আয়োজন। প্রথম অংশে রয়েছে পরিবেশ আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। যা গত ৯–১০ জুন সারাদেশের ৩৪টি বিশ্ববিদ্যালয় পর্যায়ের দল নিয়ে অনলাইন প্লাটফর্মে আয়োজিত হয়। যেখানে ৪টি প্রিলিমিনারি রাউন্ড, কোয়ার্টার ফাইনাল এবং সেমি ফাইনাল পর্যায় পার করে ফাইনালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উত্তীর্ণ হয়। আগামী ১৮ তারিখ মূল পর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় অংশে রয়েছে পরিবেশ মেলা ও সেমিনার। আগামী ১৮ জুন সারাদিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়াম এবং সমাজ বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে থাকবে পরিবেশ মেলা ও সেমিনার। পরিবেশ মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সংগঠন মিলিয়ে মোট ১৫টি স্টল থাকবে। এসব স্টলে সংগঠন এবং বিশ্ববিদ্যালয় বিভাগসমূহ পরিবেশ বিষয়ক গবেষণাপত্র প্রকাশ করার পাশাপাশি পরিবেশ রক্ষায় স্বীয় কার্যক্রম উপস্থাপন করতে পারবে। এছাড়া থাকবে পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও ডাস্টবিন বিতরণ কর্মসূচি।