চবিতে ‘জুলাই বিপ্লবের পূর্বাপর : বাংলাদেশের রাজনীতির গতিপ্রকৃতি’ শীর্ষক সেমিনার কাল

| মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৩০ পূর্বাহ্ণ

চবিতে ‘জুলাই বিপ্লবের পূর্বাপর: বাংলাদেশের রাজনীতির গতিপ্রকৃতি’ শীর্ষক এক সেমিনার আগামীকাল বুধবার সকাল ১০:৩০টায় সমাজ ও রাষ্ট্রচিন্তা কেন্দ্রের উদ্যোগে সমাজবিজ্ঞান অনুষদ কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। কিনোট স্পিকার থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আনোয়ার উল্লাহ চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

প্রবন্ধ উপস্থাপন করবেন চবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. আবুল কালাম আজাদ, রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. .কে.এম. মাহফুজুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. তওফীকুর রহমান তারেক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মো. নজরুল ইসলাম।সভাপতিত্ব করবেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডা. প্রণব কুমার চৌধুরী, স্কুল-স্বাস্থ্য ও শিশু-বিশ্ব সম্মাননা
পরবর্তী নিবন্ধবাংলাদেশে নতুন পরিবেশক নিয়োগ দিল টয়োটা