চবিতে ছাত্রী হেনস্তার ঘটনায় র‍্যাবের হাতে গ্রেপ্তার ৪

চবি প্রতিনিধি | শনিবার , ২৩ জুলাই, ২০২২ at ১১:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রীকে শারীরিক হেনস্তা ও বিবস্ত্র করে ভিডিও ধারণের ঘটনায় মূল হোতাসহ জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যপিড এ্যাকশন ব্যাটালিয়ন- ৭ (র‌্যাব)।

শনিবার (২৩ জুলাই) সকাল ৯ টায় এই তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সহকাররি পরিচালক (মিডিয়া) নুরুল আফসার। তিনি বলেন, ‘রাতে অভিযান চালিয়ে চবির শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় আমরা ৪ জনকে গ্রেফতার করেছি। প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে,’ তিনি যোগ করেন।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুইজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন-মেহেদি হাসান হৃদয় (ইংরেজি বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৭-১৮) ও আজিম হোসেন (ইতিহাস বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৯-২০)।

এর আগে শুক্রবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা ধরে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলে তল্লাশি চালানো হয়। জড়িতদের একজন হলে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে তল্লাশি করা হলেও পরে সেখান থেকে কাউকে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত রোববার (১৭ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন এলাকায় ৫ জন দুর্বৃত্তের হাতে শারীরিক হেনস্তার শিকার হন এক ছাত্রী। ওই সময় তার সাথে থাকা তার বন্ধুকেও মারধর করা হয়৷ ছিনিয়ে নেওয়া হয় তাদের মোবাইল ফোন ও মানিব্যাগ।

পরে এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রী প্রক্টর বরাবর অভিযোগ দিলে ৫ সদস্যবিশিষ্ট এক তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া অজ্ঞাতনামা জনকে আসামি করে থানায় মামলাও করেছেন ওই ছাত্রী।

যৌন নিপীড়নের এ ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলনে উত্থাল হয়ে উঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্রী হেনস্তা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বৃহস্পতিবার দিনভর শিক্ষক, সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন সংগগঠনের নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ-মিছিল করেন।

পূর্ববর্তী নিবন্ধডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া মারা গেছেন
পরবর্তী নিবন্ধলরি চাপায় বায়েজিদের লিংক রোডে কলেজছাত্রী নিহত