চবিতে ছাত্রশিবিরের দারসুল কুরআন ও গণ ইফতার

| শনিবার , ২২ মার্চ, ২০২৫ at ৯:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দাওয়াহ সংগঠন মিনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়োজিত ২০ দিনব্যাপী দারসুল কুরআন ও গণ ইফতার আয়োজন সম্পন্ন হয়েছে। ২০ দিনব্যাপী আয়োজিত এই ধর্মীয় ও মানবিক কার্যক্রমে প্রতিদিন ২০০০২২০০ শিক্ষার্থীর অংশগ্রহণে সর্বমোট প্রায় ৪০৪৫ হাজার শিক্ষার্থীর ইফতারের ব্যবস্থা করা হয়েছে। গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে প্রায় ১২০০ ছাত্রের উপস্থিতিতে দারসুল কুরআন পেশ ও সমাপনী অধিবেশনের মাধ্যমে এই আয়োজন সম্পন্ন হয়। সর্বশেষ দিনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী। প্রতিদিনের ইফতার আয়োজনে খেজুর, ফলমূল, শরবত, ছোলা, মুড়ি, বেগুনি, পিয়াজু, বিভিন্ন ধরনের মিষ্টি ও বিরিয়ানির বিশেষ ব্যবস্থা করা হয়, যাতে শিক্ষার্থীরা রমজানের বরকতময় মুহূর্তে স্বাচ্ছন্দ্যে ইফতার করতে পারেন। প্রসঙ্গত, ১ম রমজান থেকে শুরু হওয়া এ আয়োজনে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০০২২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। ছেলেদের জন্য কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ এবং মেয়েদের জন্য ছাত্রী হলসমূহে এই আয়োজন চলেছে। প্রতিদিন প্রায় ১৫০০১৮০০ ছাত্র এবং ৫০০৬০০ জন ছাত্রীর উপস্থিতিতে ক্যাম্পাসের এই ইফতার আয়োজন গোটা ক্যাম্পাস জুড়ে সাড়া ফেলেছে। প্রতিদিন ইফতার ব্যবস্থাপনায় কাজ করেছেন প্রায় ১২০১৫০ স্বেচ্ছাসেবক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভারত বিশ্বে সর্বোচ্চ শুল্ক আরোপকারী দেশ : ট্রাম্প
পরবর্তী নিবন্ধহালিশহরে বস্তিতে আগুন, পুড়ল ৯ ঘর