জুনিয়র এক কর্মীকে র্যাগ দেয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহতের খবর পাওয়া গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। গতকাল বুধবার রাত দশটার দিকে সূর্যসেন হলে এ ঘটনার সূত্রপাত হয়। সংঘর্ষে জড়ানো দুটি গ্রুপ হচ্ছে বগিভিত্তিক সিক্সটি নাইন ও এপিটাফ।
জানা গেছে, সিক্সটি নাইন গ্রুপের ফরেস্ট্রি ইনস্টিটিউটের প্রথম বর্ষের এক কর্মীকে এপিটাফ গ্রুপের কর্মীরা সূর্যসেন হলে আটকে রেখে চার ঘণ্টা ধরে র্যাগ দেয়। পরে ওই শিক্ষার্থী সিক্সটি নাইন গ্রুপের সিনিয়রদের জানালে সিনিয়ররা সূর্যসেন হল থেকে তাকে উদ্ধার করতে যায়। এ সময় এপিটাফ ও সিক্সটি নাইনের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা হয়। এছাড়া সূর্যসেন হলের দরজা, জানালা ও বাইক ভাঙচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া বলেন, সূর্যসেন হলে সিক্সটি নাইন ও এপিটাফ গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছিল। এতে কয়েকজন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন শান্ত আছে।