চবিতে ছাত্রলীগের অবরোধ স্থগিত

মূল ফটকে তালা দিলেই ব্যবস্থা : রেজিস্ট্রার

চবি প্রতিনিধি | বুধবার , ২১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে চলমান অনির্দিষ্টকালের অবরোধ সাময়িক স্থগিত করেছে আন্দোলনরত শাখা ছাত্রলীগের একাংশ। গত সোমবার মধ্যরাতে আন্দোলনকারীরা স্থগিতের বিষয় নিশ্চিত করেন। এ বিষয়ে আরএস গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সহসভাপতি রকিবুল হাসান দিনার বলেন, আমাদের নেতা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন ভাইয়ের নির্দেশে অবরোধ কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়েছে।
প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, শাটল ও শিক্ষক বাস স্বাভাবিক নিয়মে চলেছে। নির্ধারিত ক্লাস-পরীক্ষাও স্বাভাবিক নিয়মে সম্পন্ন হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে আলাপ করে আমরা আন্দোলন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছি।
এর আগে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ফটকে তালা ঝুলিয়ে অবরোধের ডাক দেয় সাবেক সিটি মেয়র আ জ ম নাছিরের অনুসারী ছাত্রলীগের ছয়টি উপগ্রুপের নেতাকর্মীরা। গ্রুপগুলো হলো ভিএঙ, কনকর্ড, আরএস, বাংলার মুখ, এপিটাফ ও উল্কা। অবরোধে বেলা সোয়া ২টার দিকে ফটক খুলে দিলেও শাটল ও শিক্ষক বাস চলাচল বন্ধ ছিল। আন্দোলনে ক্লাস-পরীক্ষা স্থগিত হয় ৬ বিভাগের।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান বলেন, এখন থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, পরিবহন দপ্তরের গেটে তালা দেয়া যাবে না মর্মে নোটিশ জারি করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যদি কেউ তালা দেয় তাহলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় নিয়ম অনুযায়ী শাস্তির ব্যবস্থা নেবে। নোটিশের খসড়া তৈরি হয়েছে, আগামীকাল দেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধনিরাপত্তা চেয়ে জাতিসংঘে চিঠি শূন্যরেখার রোহিঙ্গাদের
পরবর্তী নিবন্ধবাংলাদেশ বিশ্ব নাগরিক হিসেবে শিশুদের গড়ে তুলবে : প্রধানমন্ত্রী