চবিতে ছাত্রদলের শোডাউন ফেসবুকে ছাত্রলীগের প্রতিক্রিয়া

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ৩১ মে, ২০২২ at ৮:৫১ পূর্বাহ্ণ

 

 

দীর্ঘদিন পর অবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে হঠাৎ নিজেদের উপস্থিতি জানান দিল চবি শাখা ছাত্রদল। গতকাল সোমবার সকালে ক্যাম্পাসে শোডাউন করেছেন ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী। এ নিয়ে ছাত্রলীগ নেতারা ফেসবুকে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। গতকাল সকালে ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে হেঁটে বেশ কিছু ছাত্রদল নেতাকর্মী চাকসু ভবন পর্যন্ত গিয়েছেন। তবে এ সময় কোনো মিছিল, স্লোগান করেননি তারা। এরপর পাহাড়িকা আবাসিকে গিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে দোয়া মাহফিল করেছেন। শোডাউনের নেতৃত্বে ছিলেন চবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। জানা যায়, বহুদিন ধরে শাখা ছাত্রদলের কমিটি হওয়ার গুঞ্জন শোনা গেলেও কমিটি হয়নি। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। এ বিষয়ে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, সারা দেশের শিক্ষাঙ্গনের যে পরিবেশ তা সাধারণ শিক্ষার্থী বান্ধব নয়। এ পরিবেশ খুবই নোংরা। এখান থেকে শিক্ষার্থীরা মুক্তি চায়। ক্যাম্পাসমুখী কার্যক্রম এবং ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার বিচারসহ ক্যাম্পাসে সুষ্ঠু রাজনীতির চর্চার জন্য আমরা এই শোডাউন দিয়েছি। প্রতিক্রিয়া জানিয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু তার ফেসবুক টাইমলাইনে একটি পোস্ট করেন। এতে তিনি লিখেন, দশজনের এক বিশাল শোডাউন দিলো চাচ্চুরা। ৫০ জন হলে ফুল দিয়ে অভিনন্দন জানাবো।

আর লুকিয়ে লুকিয়ে নয়। একটা ফোন দিবা তো! আর কোনো স্লোগানের আওয়াজই পেলাম না। অছাত্র হলে তো সমস্যা আছে। অনেক ইচ্ছা ছিলো এক কাপ চা খাওয়াবো। কিন্তু এভাবে চলে গেলে হবে। সহাবস্থান করবো তো বলেছি। ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রসঙ্গত, চবি শাখা ছাত্রদল সর্বশেষ ক্যাম্পাসে ২০২০ সালের ১৬ ডিসেম্বর ফুল দিতে আসেন। ওইদিন তারা প্রক্টরের অফিসের সামনে ছাত্রলীগের হামলার শিকার হন। এরপর তাদের আর ক্যাম্পাসে দেখা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধপাঁচজনের তিনদিনের রিমান্ড
পরবর্তী নিবন্ধফকির মোহাম্মদ