চবিতে ছাত্রদলের নবীন সদস্য সংগ্রহ কর্মসূচি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৭ মার্চ, ২০২৫ at ১০:৫৪ পূর্বাহ্ণ

নবীন সদস্য সংগ্রহ কর্মসূচি পালন শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী গত বুধবার সকাল ১০টা থেকে চবি জিরো পয়েন্টে বুথ স্থাপন করে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।

এ কর্মসূচি চলমান থাকবে বলে জানান নেতৃবৃন্দ। সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছেন শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। এসময় নবীন সদস্যদের মধ্যে শিক্ষাসামগ্রী উপহার দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহশিন ও সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ইয়াছিন। চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার আদায়ে লড়ে যাওয়া দেশের অন্যতম বড় সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে সুষ্ঠু নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে সর্বোচ্চ ত্যাগ দিয়ে কাজ করে যাচ্ছে। জুলাই বিপ্লবের পর স্বাধীন ক্যাম্পাসে সৃজনশীল কর্মকাণ্ডের প্রতিযোগিতা হচ্ছে, আমরা বিশ্বাস করি নবীন সদস্য যুক্ত হওয়ার মাধ্যমে আমাদের সকল শিক্ষার্থীবান্ধব কার্যক্রম তরান্বিত হবে এই লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এই সদস্য সংগ্রহ কর্মসূচি চলমান থাকবে।

জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে চবি শাখার সদস্য সংগ্রহ কার্যক্রম ঘোষণা করা হয়। সেখানে চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহশিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র সহসভাপতি মামুন উর রশিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক ইয়াছিন এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় সাথে যোগাযোগ করার নির্দেশনা দেওয়া হয়। চবি ছাত্রদল সভাপতি আলাউদ্দিন মহশিন বলেন, সারাদেশে ছাত্রদলকে সাধারণ শিক্ষার্থীদের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য তাদের চিন্তাভাবনা জানার জন্য এবং শিক্ষাবান্ধব কর্মসূচিতে তাদের যুক্ত করার জন্য নবীন সদস্য সংগ্রহ কর্মসূচি দেওয়া হয়েছে। যা আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু করেছি। নবীনদের আগ্রহ দেখে আমরা অভিভূত।

পূর্ববর্তী নিবন্ধচবিতে আইকিউএসি’র সেমিনার
পরবর্তী নিবন্ধতাকওয়া ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে